নিউজ ডেস্ক: বীরভূম জেলার সিউড়িতে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে বীরভূমের সিউড়ির লম্বদরপুর মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের ভাগলপুরের থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস কলকাতার বাবুঘাটের উদ্দেশে যাচ্ছিল।
মাঝপথেই সিউড়ির লম্বদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে যায় বাসটি। পুলিশ জানিয়েছে, এই ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখম হয়েছেন ওই বাসে থাকা ১৪ জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।