নিউজ ডেস্ক: শুক্রবারের পর শনিবারও যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকল জম্মু-শ্রীনগর হাইওয়ে। জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে রাস্তায় তুষার জমে থাকার কারণে এদিন যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাইওয়ে বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার জুড়ে হাইওয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি।
জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় জম্মু ও কাশ্মীরের সঙ্গে দেশের অন্যান্য অংশের মধ্যে প্রয়োজনীয় পণ্য পরিবহন ও যাত্রী পরিবহনে প্রভাব পড়েছে। উধমপুরের গারনাই এলাকা বিশেষভাবে শতাধিক গাড়ি ও ট্রাক সড়কের বিভিন্ন স্থানে আটকে আছে। ট্র্যাফিক পুলিশ বিভাগ জানিয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।