নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রথম বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। ক্যানিং ২ ব্লকের হোমরা পলতা এলাকায় সাড়ে ৪ কিমি লম্বা এই রাস্তা নির্মাণের কাজ শুরু হল শনিবার থেকে। রাস্তার কাজের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌমেন পাল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা সহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যানিং পূর্ব ব্লকের তাম্বুলদহ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তা তৈরতে খরচ হবে আনুমানিক ৮০ লক্ষ টাকা।
এই প্রথম জেলার মধ্যে কোথাও ফেলে দেওয়া প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। বিভিন্ন প্লাস্টিকের বোতল সহ অন্যান্য সামগ্রী যেগুলো পরিবেশ দূষণ করে সেই সব প্লাস্টিক একত্রিত করে তা দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে এই রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গঙ্গাসাগর মেলায় প্রতি বছর দূর দুরন্ত থেকে বহু মানুষ আসেন। সঙ্গে আসে বহু প্লাস্টিকের বোতল সহ অন্যান্য প্লাস্টিকের সামগ্রী। দূষণ রুখতে মেলা প্রাঙ্গণ থেকে সেগুলি সংগ্রহ করে সাগর ব্লক প্রশাসন। সেই সংগৃহীত প্রচুর প্লাস্টিক সামগ্রীই নানা পদ্ধতির মধ্য দিয়ে এবার রাস্তা তৈরির কাজে ব্যবহার করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। শনিবার থেকে সেই সামগ্রী রাস্তা তৈরির বিটুমিনাসের সঙ্গে যোগ করে ব্যবহার করা হচ্ছে। বাস্তুকারদের দাবি এতে রাস্তার গঠন অনেক মজবুত হবে। পাশাপাশি বিটুমিনাসের পরিমাণ কম লাগবে। দূষণও কম হবে। ফলে একদিকে যেমন প্লাস্টিক পরিবেশের সঙ্গে মিশতে পারবে না, তেমনি কম পরিমাণ বিটুমিনাস–এর ব্যবহার কার্বন ডাই অক্সাইড নিঃসরণও কমাবে।
আগামীদিনে সাগর ব্লকের পাশাপাশি জেলার আরও ৯ টি জায়গায় এই প্লাস্টিক সংগ্রহ ও তা পুনরায় ব্যবহারের ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এছাড়াও এই রাস্তার স্থায়িত্ব যদি সাধারণ বিটুমিনাসের রাস্তার থেকে বেশি ও ভালো হয় তাহলে আগামীদিনে জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা তৈরিতে এই পদ্ধতি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।