নিউজ ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় শহরের এক বিলাসবহুল হোটেলে টলিপাড়ার চাঁদের হাট। উপলক্ষ, একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা। চলতি বছরে ইন্ডাস্ট্রিতে তিন দশক সম্পূর্ণ করল এসভিএফ। তাই এ বারে তাদের নতুন ঘোষণাতেও একাধিক চমক উপস্থিত। ‘গল্পের পার্বণ ১৪৩২’ শীর্ষক এই অনুষ্ঠানে এসভিএফ এবং হইচই-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা প্রকাশ্যে এল।
শুধু সিনেমা হয়, ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ ঘোষণা হয়েছে একগুচ্ছ ওয়েব সিরিজের। আর তার মধ্যেই রয়েছে একাধিক চমক। তার মধ্যে রয়েছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ আর অন্যদিকে রয়েছে যে সমস্ত ওয়েব সিরিজের অপেক্ষায় বসে রয়েছেন অনেকেই, সেই ওয়েব সিরিজের দ্বিতীয় বা তৃতীয় ভাগ। এর মধ্যে প্রথমেই যে ওয়েব সিরিজের কথা বলতে হয়, সেটা হল ‘ভোগ’। এই ওয়েব সিরিজের ঘোষণা আগেই করেছিল এসভিএফ। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য ও পার্ণো মিত্র। দ্বিতীয় যে সিরিজের কথা বলতে হয়, সেটা ‘বীরাঙ্গনা’। এছাড়াও আসছে ঋত্বিক চক্রবর্তীর অ্যাডভোকেট অচিন্ত্য আইচ-এর দ্বিতীয় ভাগ, অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২।
সিরিজের পাশাপাশি এদিন ঘোষণা হয়েছে একগুচ্ছ ছবিরও। নতুন ছবি নিয়ে আসছে একেনবাবু। অনির্বাণ চক্রবর্তীর নতুন ছবি ‘বেনারসে বিভীষিকা’। ইতিমধ্যেই ওয়েব সিরিজে সবার মন জয় করেছে গোরা ওরফে ঋত্বিক চক্রবর্তী। এবার আসছে গোরা-কে নিয়ে নতুন ছবি ‘গোরা-ই গন্ডগোল’।
অন্যদিকে, বছরের শুরুতেই প্রযোজনা সংস্থা দেবকে নিয়ে ‘রঘু ডাকাত’ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কাকাবাবুর নতুন ছবি ‘বিজয়নগরের হিরে’র ঘোষণা করেছিল। অন্য দিকে ছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনছেন সোনাদাকে। ছবির নাম ‘সপ্তডিঙার গুপ্তধন’। পাশাপাশি ছোট পর্দার পর এ বার বড় পর্দায় সাধক বামাখ্যাপা রূপে হাজির হবেন সব্যসাচী চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। অন্য দিকে নির্ঝর মিত্রের পরিচালনায় আসছেন ত্রয়ী— আবীর চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির গল্প অনুসারে তিন ভাই দিনের বেলায় পাইস হোটেল চালায়, আর রাতে তারাই চুরি করতে বার হয়। ছবির নাম ‘চোর পুলিশ ডাকাত বাবু’।
ছবির পাশাপাশি হইচই নিয়ে আসছে ১৩টি ওয়েব সিরিজ। যার মধ্যে অন্যতম ফেলুদার নতুন অভিযান। সৃজিত আগেই জানিয়েছিলেন, তিনি আর ফেলুদা পরিচালনা করবেন না। টোটা রায়চৌধুরীকে নিয়ে এ বারের গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। মহিলাদের কারাগার এবং এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন ‘অনুসন্ধান’। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাইল্যান্ডের প্রেক্ষাপটে সোহিনী সরকার অভিনীত অ্যাডভেঞ্চারধর্মী সিরিজ় ‘নাগমণির রহস্য’। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। বধূহত্যাকে কেন্দ্র করে এক মহিলা পুলিশের অভিযানের গল্প ‘বীরাঙ্গনা’।