নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ তুষারধসের ঘটনায় এখনও পর্যন্ত ৪৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি, ওই ৬ জনকে প্রাণে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে। এই বিপর্যয়ে মৃত্যু হয়েছে দু’জনের। উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে শনিবার দুপুরে জানানো হয়েছে, মানা গ্রামে তুষারধসে আটকে পড়া ৫৫ জনের মধ্যে ৪৯ জন বর্ডার রোড অর্গানাইজেশন কর্মীকে উদ্ধার করা হয়েছে। ৬ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।
সেন্ট্রাল কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত বলেছেন, “দুর্ভাগ্যবশত, দুই জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া এবং রাস্তার অবস্থা অনুকূলে থাকলে ইউএভি এবং রাডার-সহ সমস্ত সহায়তায় উদ্ধারকাজে জোর দেওয়া হবে। বর্তমানে হতাহতদের বের করার জন্য বিমানের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা আশা করছি, সন্ধ্যার মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হবে।”