নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে বিচারপতিদের ঘাটতি পূরণ করতে উদ্যোগী সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কয়েকদিন আগেই আইনজীবীদের সংগঠনগুলির তরফ থেকে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল। বিচারপতির শূন্যপদের নিরিখে যদি শতাংশের বিচার করা হয়, তাহলে তিন নম্বরে রয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে এবার ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হল। কলকাতা হাইকোর্টে পাঁচজন নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই প্রসঙ্গে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। গত ২৫ ফেব্রুয়ারি হওয়া বৈঠকে পাঁচ জন আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করছে কলেজিয়াম।