নিউজ ডেস্ক: আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। প্রশ্নপত্রের মাইক্রোপ্যাকেজিং, বারকোড এবং কিউআর কোডের নিরাপত্তা সহ মেটাল ডিটেক্টর ইত্যাদি নিয়ে তৈরি সমস্ত পরীক্ষাকেন্দ্র। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা গত বছরে তুলনায় প্রায় আড়াই লক্ষ কম। যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আর এর সঙ্গেই জুড়ছে আবার ট্যাবের প্রসঙ্গ।
বিগত কয়েক বছরের রেকর্ড বলছে, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন । যদিও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন ছিল প্রায় ৫ লক্ষ ৬৪ হাজার জন । পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়ায় ৫ লক্ষ ৮ হাজার ৪১৩ জন ৷ এই বছরেও সেই একই চিত্র দেখা গেল। লক্ষ্য করা গিয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থে ট্যাব প্রদান করেও কোনো লাভ হচ্ছে না। ফলেই তরুনের স্বপ্ন নিয়ে উঠছে প্রশ্ন?