নিউজ ডেস্ক: আগামী ২-৩ দিনের মধ্যে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসতে চলেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পার্বত্য অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের উপর দিয়ে যাচ্ছে, এটি দুর্বল হয়ে পড়লেও উত্তরাখন্ড, উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আইএমডি আরও জানিয়েছে, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতেও ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত, তামিলনাড়ু, কেরল এবং লাক্ষাদ্বীপে বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুতে, ভারী বৃষ্টি হয়েছে তামিলনাড়ুর রামেশ্বরমে। ২-৩ দিনের মধ্যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রত্যাশিত, উত্তরের পাহাড়ে আবারও বৃষ্টি ও ঝড় হবে।