নিউজ ডেস্ক: প্রায় ৩০ লক্ষ টাকা বাজারমূল্যের সোনা সহ এক কিশোর ধৃত। শিয়ালদহ জিআরপি ও আরপিএফ এর যৌথ অভিযানে এই সোনা উদ্ধার হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।সাব ইন্সপেক্টর হরদেশ কুমার ও কনস্টেবল অতুল কুমারকে এই তল্লাশি অভিযানে সাহায্য করেন মহিলা কনস্টেবল মাধুরি পাঠক। জানা গেছে, প্ল্যাটফর্মে জনৈক সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। তার কাছ থেকে ৩৪৮.৭৯ গ্রাম সোনা উদ্ধার হয়। সে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তদন্ত শুরু হয়েছে।