নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে গুজরাট পৌঁছেছেন। আগামী দু’দিন বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রবিবার সোমনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী, তার আগে শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির প্রাঙ্গণে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রী সোমনাথ ট্রাস্টের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন এই ট্রাস্টের চেয়ারপার্সন।
গুজরাটে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বানতারা সফরের পর তিনি সাসনগির জাতীয় উদ্যান পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী জাতীয় বন্যপ্রাণী পর্ষদের (এনবিডব্লিউএল) একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এই পর্ষদে সেনাপ্রধান, বিভিন্ন রাজ্যের সদস্য, এ ক্ষেত্রে কর্মরত এনজিওর প্রতিনিধি, মুখ্য বনপাল এবং বিভিন্ন রাজ্যের সচিব-সহ ৪৭ জন সদস্য রয়েছেন।