নিউজ ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনই শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল, তাও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই। রেল সূত্র খবর, সকাল ৭.৩৫ মিনিট নাগাদ মাঝেরহাট স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন।
তবে, খুব তাড়াতাড়ি সেই সমস্যার সুরাহা হয়। এরপর সকাল ৮.৪৮ মিনিট নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয়। ব্যস্ত সময়ে একঘণ্টা ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। ট্রেন বিভ্রাটের জেরে অফিস টাইমের ব্যস্ত সময়ে চূড়ান্ত নাকাল হন যাত্রীরা।