নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধস দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। বরফের নীচ থেকে অন্তিম দেহ উদ্ধার হয়েছে। সোমবার চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, “রবিবার শেষ দেহ উদ্ধার হয়েছে এবং সোমবার সেই দেহ জোশিমঠে পাঠানো হয়েছে। সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ করার জন্য সমস্ত এজেন্সি ও টিম সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
আইটিবিপি-র ডিআইজি মনু মহারাজ এদিন বলেছেন, “এটি অনেক বড় অভিযান ছিল, এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ ও অন্যান্য এজেন্সির সঙ্গে আইটিবিপি-ও শামিল ছিল। ৩ দিনের মধ্যে এই কঠিন অভিযান সমাপ্ত হয়েছে