নিউজ ডেস্ক: পরীক্ষা দিতে ভুল স্কুলে পৌঁছল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী!
প্রথম দিন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে বসার টেনশন। তার মধ্যে ভুল করে নিজের স্কুলেই চলে গেল পরীক্ষার্থী। বাবুরহাট প্রমোদিনী হাইস্কুলের ছাত্রী সঞ্চিতা ওঁড়াও এই কাণ্ড করেছে।
কিন্তু তাঁর সিট পড়েছিল আলিপুরদুয়ার রবিকান্ত হাইস্কুলে। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওই স্কুলের শিক্ষকরা শোনাপুর ফাঁড়িতে ফোন করে। ততক্ষণে বেলা ১০ টা বেজে গিয়েছে। পুলিশ খবর পেয়েই দূরন্ত গতিতে গাড়ি চালিয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যেই রবিকান্ত হাইস্কুলে সঞ্চিতাকে পৌঁছে দেয়। পুলিশের এই মানবিক কাজে সাড়া পড়েছে এলাকায়।