নিউজ ডেস্ক: মহাকুম্ভের পর দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক হতেই সোমবার থেকে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট মন্দিরের দর্শন সময়সূচি প্রায় আগের মতো করে দিয়েছে। সোমবার থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। তীর্থ ক্ষেত্রের ট্রাস্টি ডঃ অনিল মিশ্র জানিয়েছেন, প্রতিদিন ভোর ৪টায় মঙ্গলা আরতি হবে। এরপর ৪.১৫ থেকে ৬টা পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। সকাল ৬টায় শৃঙ্গার আরতি, ৬.৩০ থেকে ১১.৫০ পর্যন্ত দর্শন হবে।
এরপর ১২টা পর্যন্ত রাজভোগের জন্য দরজা বন্ধ থাকবে। দুপুর ১২টায় ভোগ আরতির পর ১২.৩০ পর্যন্ত দর্শন চলবে, তারপর ১টা পর্যন্ত দরজা বন্ধ থাকবে। বিকেল ১টা থেকে সন্ধ্যা ৬.৫০ পর্যন্ত দর্শনের পর ৭টা পর্যন্ত দরজা বন্ধ রেখে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে এবং এরপর রাত ৯.৪৫ পর্যন্ত দর্শন চলবে (রাত ৯.৩০-এ ডি-১ থেকে প্রবেশ বন্ধ)। রাত ৯.৪৫ থেকে ১০টা পর্যন্ত দরজা বন্ধ রেখে ভোগ নিবেদন করা হবে। ড. মিশ্র জানিয়েছেন, রাত ১০টায় শয়ন আরতি সম্পন্ন হবে এবং ১০.১৫-এ মন্দিরের দরজা বাকি রাতের জন্য বন্ধ করা হবে।