নিউজ ডেস্ক: সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। যাদবপুরের বিশৃঙ্খলা পরবর্তী এই প্রতিবাদ কর্মসূচির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, সে বিষয়ে সতর্ক করে দেন কলকাতার পুলিশ সুপার মনোজ বর্মা। পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে ‘অ্যাকশন’ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে, বাম ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটের বিক্ষিপ্ত কিছু প্রভাব জেলাস্তরে পড়তে দেখা গিয়েছে।
সোমবার সকালে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজে। প্রাতঃ বিভাগের পড়ুয়ারা কলেজে প্রবেশের চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে ধর্মঘট সমর্থনকারীদের বিরুদ্ধে। দু’পক্ষের বাদানুবাদ এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকর্মীদের মোতায়েন করা হয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত–ও।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। পরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও উত্তেজনা ছড়ায়। এআইডিএসও-র তরফে ধর্মঘটের পিকেটিং চলছিল সেখানে। ওই সময়ে সংগঠনের জেলা সম্পাদক তনুশ্রী বেজ-সহ আট জনকে পুলিশ আটক করে।