নিউজ ডেস্ক: প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন মৃতার পরিবার। মূল গেটের সামনে রীতিমতো বিক্ষোভ দেখান তাঁরা। মৃতার নাম মহসিনা খাতুন (২৮)। তাঁর বাড়ি জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতের সরকারপাড়ায়। মৃতার স্বামী শাহজাহান সিরাজ পেশায় দিনমজুর। মৃতার স্বামী জানিয়েছেন, “গত ২৬ ফেব্রুয়ারি প্রসব যন্ত্রণা উঠলে মহসিনাকে মাদার অ্যান্ড চাইল্ড হাব-এ ভর্তি করানো হয়েছিল। কিন্তু ২৭ ফেব্রুয়ারি তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর সোমবার সকালে ফের প্রসব যন্ত্রণা উঠলে স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে ঢোকানোর সময় স্ত্রী মারা যায়। চিকিৎসকরা এখন বলছেন দেরি হয়ে গিয়েছে আগে নিয়ে আসা উচিত ছিল। আমাদের প্রশ্ন, তাহলে গত ২৭ তারিখে স্ত্রীকে ছুটি দিয়ে দেওয়া হল কেন?” গোটা ঘটনায় জলপাইগুড়ি মেডিক্যালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।