নিউজ ডেস্ক: রাজস্থানের দৌসা জেলার নাঙ্গল রাজাবতান থানার অন্তর্গত এলাকায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ,গুরুতর আহত ১। সোমবার সকালে পিলার নম্বর ২০০-এর কাছে এই দুর্ঘটনা ঘটে।
এক পুলিশ আধিকারিক জানান , এদিন সকালে দুর্ঘটনার খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, লালসোট থেকে ভান্ডারেজের দিকে যাওয়া একটি গাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। গাড়িতে ৩ জন রক্তাক্ত অবস্থায় ছিলেন, যাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক শাহপুরা (জয়পুর) জেলার রামচন্দ্রপুরা গ্রামের ইন্দ্রাজ চৌধুরী এবং আচরোল (জয়পুর) গ্রামের বাসিন্দা রমেশ কুমারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় থাকা অংশু চৌধুরীর চিকিৎসা চলছে।