নিউজ ডেস্ক: ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া আপাতত বন্ধ করে দিল আমেরিকা, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিতণ্ডার পরই এই সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতেই ইউক্রেনকে সমস্ত সহায়তা স্থগিত করেছেন। মার্কিন প্রশাসন সূত্রের খবর, শান্তি ফেরানোর লক্ষ্যে স্থির রয়েছেন ট্রাম্প। আমরা তাই আপাতত সাহায্য (ইউক্রেনকে সামরিক সাহায্য) বন্ধ রেখে তা পর্যালোচনা করছি, যাতে এর মাধ্যমে কোনও সমাধানের পথ বেরোয়।