নিউজ ডেস্ক: জলাতঙ্কের প্রতিষেধক নেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কুকুর, বিড়ালের কামড় বা আঁচরে জখম রোগীদের মঙ্গলবার সকাল থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা।
প্রতিদিন জলপাইগুড়ি মেডিক্যালে কুকুর, বিড়াল, বাঁদরের কামড়, আঁচরে জখম শতাধিক মানুষ ভ্যাকসিন নিতে আসেন। অথচ এদিন সকাল থেকে সেই ভ্যাকসিন না পেয়ে চরম ক্ষুব্ধ তাঁরা। কেন ভ্যাকসিন নেই? তা নিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অবশ্য কিছু জানাতে নারাজ। রোগীদের দাবি, হাসপাতাল থেকে বলা হচ্ছে, এখন ভ্যাকসিন নেই। পরে যোগাযোগ করতে হবে।