নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন ধনঞ্জয় মুন্ডে। মঙ্গলবারই মহারাষ্ট্রের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধনঞ্জয়, সেই ইস্তফা পত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। গ্রহণ করার পর ধনঞ্জয়ের ইস্তফাপত্র রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন ফড়নবিস।
উল্লেখ্য, ধনঞ্জয় মুন্ডে-কে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ফড়নবিস। শোনা যাচ্ছিল, মঙ্গলবারই ইস্তফা দেবেন মুন্ডে, আর তাই হল। মুখ্যমন্ত্রী ফড়নবিস মঙ্গলভার বলেছেন, ধনঞ্জয় মুন্ডে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তা গ্রহণ করা হয়েছে।