নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদীদের নাশকতা দিন দিন বেড়েই চলেছে, এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় এক নিরীহ গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা। সোমবার রাতে সুকমার চিন্তাগুফা থানার অধীনস্থ পেন্তাপাড় গ্রামের বাসিন্দা এক পৌঢ়কে হত্যা করেছে মাওবাদীরা।
পুলিশ জানিয়েছে, নিহত গ্রামবাসীর নাম – কালমু হিদমা (৬৫)। কী কারণে ওই গ্রামবাসীকে হত্যা করলো মাওবাদীরা, তা তদন্ত করে দেখছে পুলিশ। উল্লেখ্য, সুকমায় নিরীহ গ্রামবাসীদের ওপর হামলা এই প্রথম নয়, এর আগেও বহুবার নিরীহ গ্রামবাসীদের হত্যা করেছে মাওবাদীরা।