নিউজ ডেস্ক: বিহারের ছাপরায় স্কুল ভ্যানে ধাক্কা মারল একটি ট্রাক, এই দুর্ঘটনায় কমপক্ষে ৯টি শিশু আহত হয়েছে। দু’টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ছাপরার বানিয়াপুরের আনন্দপুরে। ডিএভি পাবলিক স্কুলের স্কুল ভ্যানে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ চালান।
স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “একটি শিশুকে গাড়িতে তোলার জন্য ভ্যানটি দাঁড় করানোর সময় ঘটনাটি ঘটে। চালক শিশুটিকে উঠতে সাহায্য করতে নীচে নামেন, এরই মধ্যে একটি দ্রুতগামী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। গাড়িতে প্রায় ১৫ থেকে ১৬টি শিশু ছিল। ৯টি শিশু আহত হয়েছে।