নিউজ ডেস্ক: কাশ্মীরে তুষারপাত হয়েই চলেছে, মঙ্গলবারই কাশ্মীর উপত্যকার নানা প্রান্তে হালকা তুষারপাত হয়েছে। আবার সমতলে হয়েছে বৃষ্টি। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে মনোরম হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। মঙ্গলবার সকালে শ্রীনগরের ডাল লেকে ঘুরতে দেখা যায় পর্যটকদের। বৃষ্টির সৌজন্যে ঠান্ডায় বেড়েছে কাশ্মীরে।
এদিকে, জম্মু ও কাশ্মীরের রামবানে ভূমিধসের কারণে মঙ্গলবার সকালের দিকে অবরুদ্ধ ছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকে অসংখ্য যানবাহন। রামবানের মেহাদ এলাকায় ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দুপুরের পর থেকে আবারও খুলে দেওয়া হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।