নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শনিবারের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবিতে সরব হয়েছে একাধিক ছাত্র সংগঠন। তবে ছাত্র সংগঠনের এমন দাবির সঙ্গে সহমত নন জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়।
ইন্দ্রানুজের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মঙ্গলবার সকালে অমিত রায়কে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অমিতবাবু সংবাদমাধ্যমকে বলেন, “সেদিনের ঘটনার জন্য টেলিফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি হোক তিনি চাননি। ঘটনায় তিনি নিজেও মর্মাহত।”
শীঘ্রই ইন্দ্রানুজের সঙ্গে দেখা করবেন বলেও অমিতবাবুকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সূত্রেই ইন্দ্রানুজের বাবা বলেন, “যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত ঠিকই, তবে এর জন্য আমি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না।”