নিউজ ডেস্ক: রাজস্থানে উত্তুরে হাওয়ার প্রভাবে ৪-৫ মার্চ রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবার ৭ মার্চ থেকে রাজ্যে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে এবং তা স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি বেশি থাকতে পারে। জয়পুর আবহবিদের মতে, বিকানের ও শেখাওয়াটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি এবং সর্বোচ্চ ২২-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক ছিল। চিত্তৌরগড় ও বাড়মেরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। জয়পুর, আজমের, আলওয়ার, উদয়পুরসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়েছে।