নিউজ ডেস্ক: বসন্ত ঋতুতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় গ্রাম পাহাড়ে। আর এদিকে লক্ষ্য রেখে ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর এর উদ্যোগে বিভিন্ন গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতার নানা কর্মসূচি চলছে।
মঙ্গলবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মহারানীস্থিত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ব্যবস্থাপনায় শিশুদের সেনিটাইজারের আওতায় আনার জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
জানা গিয়েছে, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীপুর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে সাতটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের হাতে বিভিন্ন ঔষধি সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ গোপাল নন্দী, উপ-প্রধান বিমল দাস, কমিউনিটি হেলথ অফিসার অভিজিৎ দাস, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার জয়ন্তী দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে গ্রাম প্রধান কৃষ্ণ গোপাল নন্দী বলেন, প্রত্যেকটি বাড়ির সদস্যরা সুস্থ থাকলে একটি গ্রাম সুস্থ হবে। তাই প্রত্যেককে সুস্থ রাখার জন্য সরকারের পাশাপাশি গ্রামের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, বাড়ির প্রত্যেকটি শিশু সন্তানদের স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রাখা আবশ্যক। তার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রাখার জন্য স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ।