নিউজ ডেস্ক: নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে গঠিত হবে এনডিএ সরকার। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন। মঙ্গলবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহনওয়াজ হুসেন বলেছেন, দিলীপ জয়সওয়াল বিহার বিজেপির সভাপতি হয়েছেন এবং তাঁর নেতৃত্বে বিজেপি আরও এগিয়ে যাবে। এখানে নীতীশ কুমারজির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।”
শাহনওয়াজ হুসেন আরও বলেছেন, “দিলীপ জয়সওয়ালকে একজন চমৎকার সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। দিলীপ জয়সওয়ালের নেতৃত্বে, বিজেপি বাড়তে থাকবে, এবং খাট্টারজি যেমন বলেছেন, নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে। দলের কর্মীদের মধ্যে দারুণ উৎসাহ রয়েছে এবং এনডিএ এখানে ক্ষমতায় ফিরতে চলেছে।”