সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিরূপ মন্তব্য কংগ্রেস মুখপাত্র ও তৃণমূল কংগ্রেসের সংসদের। রোহিত শর্মাকে মোটা বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ। এক কদম এগিয়ে তৃণমূল সংসদ সৌগত রায় মন্তব্য করেছেন, রোহিতের দলে থাকার কোন যোগ্যতা নেই। যেকোনো পরিস্থিতিতেই একজন ক্রীড়াবিদকে নিয়ে রাজনীতিবিদদের এমন মন্তব্য করা শোভা পায় না, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।