নিউজ ডেস্ক: পাচারকালে বিস্তর পরিমাণে শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল খোয়াই থানার পুলিশ৷ সেই সাথে গ্রেফতার করা হয়েছে গাড়ি চালককে৷ ঘটনা খোয়াই জেলার বেফলাং এলাকায়৷
মঙ্গলবার খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল একটি বিলাসবহুল গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছে৷ গাড়িটি আগরতলা থেকে খোয়াইয়ের দিকে আসছে এবং তা বহিঃরাজ্যের উদ্দেশ্যে যাবে৷ প্রাপ্ত খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ বেফলাং এলাকায় নাকা পয়েন্টে যানবাহন চেকিং জোরদার করে৷
চেকিংয়ের সময় একটি গাড়ির গোপন চেম্বার এবং সিএনজির সিলিন্ডার থেকে প্রায় ৫০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে এসডিপিও সহ পুলিশের পদস্থ আধিকারিকরা৷ গ্রেফতার করা হয়েছে গাড়ি চালক নির্মল দাসকে৷ তার বাড়ি সিধাই মোহনপুরের গোপালনগরে৷ পুলিশ এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এই গাঁজা পাচারের সাথে আর কারা জড়িত রয়েছে তা জানার জন্য৷