নিউজ ডেস্ক: “মহাকুম্ভ বিশ্বের সামনে দেশের ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।” মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীদের সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, “মহাকুম্ভের ৪৫ দিনে দেশ ও বিশ্বের ৬৬ কোটিরও বেশি মানুষ মেলা পরিদর্শন করেছেন। মহাকুম্ভ পরিদর্শনকারী ৬৬ কোটি মানুষের মধ্যে, অর্ধেক অবশ্যই মহিলা তীর্থযাত্রী ছিলেন, মেলায় হয়রানি, লুট, অপহরণ অথবা হত্যার একটি ঘটনাও ঘটেনি। প্রত্যাশার থেকেও বেশি সংখ্যক মানুষ মহাকুম্ভ পরিদর্শন করেছিলেন এবং যারা এসেছিলেন এবং আস্থার ডুব দিয়েছিলেন তাঁরা অভিভূত হয়ে ফিরে যান। আন্তর্জাতিক মিডিয়াও প্রয়াগরাজ মহাকুম্ভের প্রশংসা করেছে।”
যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “মহাকুম্ভ দেশের সামনে এত বড় অনুষ্ঠান আয়োজনে রাজ্যের সামর্থ্য এবং দেশের সামর্থ্য বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। আপনারা যে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করেছেন তা দেশের মানুষের বিশ্বাসকে প্রভাবিত করতে পারেনি। দেশের কেউ আপনাদের কথায় বিশ্বাস করেনি। শীঘ্রই, জনসাধারণ আপনাদের কথা শোনা বন্ধ করে দেবে। সম্ভলে আমরা যা করছি তাও আস্থার কারণে।”