নিউজ ডেস্ক: মিজোরামে ১৫,১৯৮.৭৬ কোটি টাকার বাজেট পেশ করেছেন অৰ্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী লালদুহোমা। এবারের বাজেট গত বছরের ১৪,৪১২.১২ কোটি টাকা থেকে ৫.৪ শতাংশ বেড়েছে৷ ২০২৫-২৬ অৰ্থবৰ্ষের এই বাজেট আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
আজ মঙ্গলবার বিধানসভায় ২০২৫-২৬ অৰ্থবৰ্ষের বাজেট পেশ করে বিধানসভা সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এবারের বাজেটে সরকারি ব্যয়ের জন্য ১২,৫৪০.২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট ব্যয়ের ৮২.৫১ শতাংশ এবং গত বছরের তুলনায় ৪.৮৮ শতাংশ বেশি৷ মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে মূলধন ব্যয়, উন্নয়ন প্রকল্প এবং ঋণ হ্রাসের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবর্ষে ২,৪৫৫.০৮ কোটি টাকা থেকে ৮.২৯ শতাংশ বেড়ে ২,৬৫৮.৫৬ কোটি টাকা হয়েছে।
বিকশিত ভারত উদ্যোগের সাথে সারিবদ্ধ হওয়ার জন্য মিজোরামের প্রতিশ্রুতি, পেনশন সুবিধার সময়মতো বিতরণ, বিদ্যুৎ ক্রয়ের বকেয়া ছাড়পত্র এবং মিজোরাম হেলথ কেয়ার স্কিমের অধীনে ৮০ শতাংশ স্বাস্থ্যসেবা বিলের নিষ্পত্তি নিশ্চিত করার প্রতি জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী লালদুহোমা। তিনি জানান, বাজেটে ১৫৫.৫০ কোটি টাকার উদ্বৃত্ত কনসলিডেটেড ফান্ড, যা ঋণ পরিশোধের জন্য বরাদ্দ করা হবে এবং রাজ্যের মোট বকেয়া দায় ১,০০৩ কোটি টাকা কমেছে।
২০২৫-২৬ অৰ্থবৰ্ষের জন্য প্রত্যাশিত রাজস্ব হলো ১৫,১৯৮.৭৬ কোটি টাকা। এর মধ্যে ২,৬১৬.৩৩ কোটি টাকা রাজ্যের নিজস্ব রাজস্ব উৎস থেকে উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে এবং বাকিটা আসবে কেন্দ্রীয় তহবিল থেকে।
মুখ্যমন্ত্রী জানান, সেক্টর ভিত্তিক বাজেট বরাদ্দ যথাক্ৰমে সাধারণ পরিষেবায় ১৪.৯৫ শথাংশ বৃদ্ধি, অর্থনৈতিক পরিষেবায় ৭.২৭ শতাংশ বৃদ্ধি, মূলধন ব্যয় ৮.২৯ শতাংশ বৃদ্ধি, সামাজিক পরিষেবা খাতে ৪.৪ শতাংশ হ্রাস।
প্রধান ঘোষণা এবং ব্যয় পরিকল্পনা যথাক্রমে (১) ট্যাক্সেশন আধুনিকীকরণ খাতে কর সংগ্রহ বাড়ানোর জন্য অতিরিক্ত কর্মী নিয়োগের মাধ্যমে কর বিভাগকে শক্তিশালী করা।
(২) খাদ্য ভরতুকি অপ্টিমাইজ করার ক্ষেত্রে রেশনের চাল ক্রয়ে ২০ কোটি টাকা কমানো হয়েছে যাতে খরচ সহজ হয়৷
(৩) রেশম চাষ শিল্পকে সমর্থন করার জন্য রেশমের দাম প্রতি কেজি ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
(৪) স্বাস্থ্যসেবা সম্প্রসারিত করতে মিজোরাম স্টেট হেলথ কেয়ার স্কিম-এর জন্য ২০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকায় উন্নীত করার পাশাপাশি সময়মতো হাসপাতালের বিল পরিশোধ এবং সুবিধা আপগ্রেড নিশ্চিত করা হয়েছে।
২০২৫-২০২৬ অৰ্থবৰ্ষের জন্য মূল বরাদ্দ যথাক্ৰমে (১) হ্যান্ড-হোল্ডিং স্কিমের জন্য বরাদ্দ হয়েছে ৩৫০ কোটি টাকা, গত বছরের ২০০ কোটি থেকে বেড়েছে ৭৫ শতাংশ। (২) বিদ্যুৎ কেনার জন্য ৫০০ কোটি টাকা, যা আগের বছরের থেকে ৫০ কোটি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। (৩) ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সড়ক নির্মাণ ও উন্নয়নের জন্য। (৪) সড়ক রক্ষণাবেক্ষণ সেস থেকে অতিরিক্ত ১৫ কোটি টাকা সহ রোড ফান্ড বোর্ডের জন্য বরাদ্দ হয়েছে ৫৫ কোটি টাকা৷ (৫)অন্ত্যেষ্টিক্রিয়া খাতে ব্যয় বরাদ্দ হয়েছে ৫ কোটি টাকা। (৬) অপরিবর্তিত রয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল।
বাজেটে মিজোরাম সরকারের আর্থিক বিচক্ষণতা, অবকাঠামোগত বৃদ্ধি এবং উন্নত জনসেবা প্রদানের প্রতিশ্রুতিকে প্ৰাধান্য দেওয়ার পাশাপাশি ঋণ হ্রাস এবং রাজস্ব উৎপাদনের দিকেও মনোযোগ দেওয়া হয়েছে বলে প্রদত্ত বক্তব্যে বলেছেন মুখ্যমন্ত্রী লালদুহোমা।