নিউজ ডেস্ক: তিন বছর আগে জলপাইগুড়ির বানারহাটে শিপ্রানুস টোপ্পো নামের এক ব্যক্তি খুন হন। সেই মামলায় পুলিশ গ্রেফতার করে মাইকেল কুজুর নামের এক ব্যক্তিকে। মঙ্গলবার সেই মামলার সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট। ২০২২ সালের ১৮ জুন শিপ্রানুস টোপ্পোর বাড়িতে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন মাইকেল কুজুর। সেই খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তার যাবজ্জীবন সাজার ঘোষণা করেছেন জলপাইগুড়ি জেলা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক স্বাতী মুখোপাধ্যায়।