নিউজ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা। মঙ্গলবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশের তরফে জানা যাচ্ছে, সন্ধ্যা নাগাদ দুটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে সেনা ক্যাম্পের গেটে ধাক্কা মারে। বিস্ফোরক বোঝাই গাড়ির ধাক্কায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর জঙ্গিরা ক্যাম্পের মধ্যে ঢোকার চেষ্টা করলে তাদের আটকায় নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। এই জঙ্গি হামলায় মৃত্যু হয় ১২ জনের। পুলিশের দাবি, মৃতদের মধ্যে ৪ জন শিশু। তাঁরা ক্যাম্পের পাশেই থাকত। অন্যদিকে, সেনার জবাবি হামলায় ৪ জঙ্গির মৃত্যু হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ‘জইস উল ফুরসান’। পাক সরকারের অন্যতম মাথাব্যাথা তেহরিক ই তালিবানের সঙ্গে যুক্ত হয়েছে এই সংগঠন।
বান্নু জেলা হাসপাতালের মুখপাত্র মহম্মদ নোমান জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ এবং পাঁচিল ভেঙে পড়েছে। হাসপাতালের ডাক্তার আহমেদ ফারাজ খান জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সাতজন শিশু। আহত হয়েছেন অন্তত ৩০। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশও করেছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর তদন্তের নির্দেশ দিয়েছেন।