নিউজ ডেস্ক: বুধবার জ্বলন্ত খড়ের গাদা থেকে অজ্ঞাতপরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ফলতার গোপালপুরের বুদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফলতার বুদা গ্রামের নির্জন জায়গায় খড়ের গাদায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আগুন দেখে ছুটে গেলে খড়ের গাদার মধ্যেই এক মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান। পরে খবর পেয়ে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কীভাবে জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ওই মহিলার দেহ এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। মহিলার পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।