নিউজ ডেস্ক: নিজেদের ভিটে-মাটি ছাড়ব না। কয়লা খনি করতে দেওয়া হবে না। এই দাবিতে দেউচা-পাঁচামিতে খনন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলাদের একাংশ। বুধবার মূলত সাগরবাঁধি গ্রামের মহিলাদের একাংশ বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে এলাকায় যান প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, খনির সঙ্গে যুক্ত কর্মীদের বের করে সাধারণের যাতায়াতও বন্ধ করে দেন বিক্ষোভরত আদিবাসী মহিলাদের একাংশ।