নিউজ ডেস্ক: খাস কলকাতায় দুঃসাহসিক ডাকাতির পর রাত কাটলেও অভিযুক্তরা এখনও পুলিশের নাগালের বাইরে।
অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের বেসরকারি সংস্থায় ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ডাকাতরা। তার পর তাঁর হাত-পা বেঁধে ফেলে প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে পালায়। এই ঘটনায় ইতিমধ্যে মধ্য কলকাতার বড়বাজার থানায় ডাকাতির অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলের পাঁচতলায় ডাকাতি হয়েছে। এখানেই বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। সন্ধ্যায় সব অফিসে লোকজন ছিল না। সেইসময় তিন যুবক ওই অফিসের সামনে আসে।
বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন যে, তিন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় ছিল সাদা টুপি ও একজনের লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়। এর পর ঢোকে অন্য দু’জন। মিনিট দশেক পর তিনজনকেই হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। বুধবার পুলিশি তদন্ত ও তল্লাশি চলছে।