নিউজ ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যকে নিজের মতো পদক্ষেপ করার কথাই বললেন প্রধান বিচারপতি। পাশাপাশি দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন তিনি।
গত কয়েকদিন ধরে উত্তাল যাদবপুর। ছাত্র আন্দোলনের জেরে ব্যাহত পঠনপাঠন। গোটা ঘটনায় হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে আগেই জনস্বার্থ মামলা হয়েছিল। বুধবার দ্রুত শুনানিরও আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানেই প্রধান বিচারপতি জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয় এর নিজস্ব আইন আছে। রাজ্যের নিজস্ব ক্ষমতা আছে।”
শনিবার ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর হয়। তিনি আহতও হন। এদিকে জখম হন দুই বাম ছাত্র নেতা। এরপরই গোটা পরিস্থিতি নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল।
বুধবার সেই মামলার পরিপ্রেক্ষিতেই দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবী অর্ক নাগ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে যাদবপুরের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেন। জানান, ছাত্র আন্দোলনের জেরে বন্ধ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না।