নিউজ ডেস্ক: বিহারের ভাগলপুর জেলার অন্তর্গত সুলতানগঞ্জ নগর পরিষদের দিলগৌরিতে বুধবার দুপুরে এক বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে এক ৭ বছরের শিশু পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে বাড়িতে রাখা লক্ষাধিক টাকার সম্পত্তি পুড়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচান। তবে ওই শিশুকে রক্ষা করা সম্ভব হয়নি। তিনটি দমকলের ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।