নিউজ ডেস্ক: গোমতী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ বহিঃরাজ্যের এক শ্রমিক৷ নিখোঁজ শ্রমিকরে নাম মনোজ স্বর্ণকার৷ বয়স আনুমানিক চল্লিশ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গোমতী জেলার করবুকের লেবাছড়ি এলাকায়৷ গোমতীর জলে তল্লাসি চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা৷ খবর লেখা পর্যন্ত মনোজের কোন সন্ধান পাওয়া যায়নি৷
নিখোঁজ শ্রমিকের সহকর্মীরা জানিয়েছেন, মাসখানেক আগে মনোজ করবুকে এসেছে৷ সে শ্রমিক হিসেবে কাজ করে৷ মঙ্গলবার রাতে মদ্যপান করেছিল৷ অসুস্থ অবস্থায় সে ঘুমিয়ে পড়ে৷ সকালে উঠে স্নান করার জন্য গোমতী নদীতে যায়৷ সেখানে যাওয়ার পর দীর্ঘ সময় ভাড়া বাড়িতে ফিরে না আসায় সহকর্মীরা তাঁকে মোবাইলে কল করে কোন সাড়া না পেয়ে নদীর ঘাটে যায়৷ সেখানে গিয়ে দেখা যায় মোবাইল পড়ে রয়েছে৷ জামাকাপড় রয়েছে৷ স্থানীয় কয়েকজন জানিয়েছেন মনোজ স্নান করার আগে নদীর ঘাটে বসে মদ্যপান করেছে৷ তা থেকে আশঙ্কা করা হচ্ছে মদ্যপান করে গোমতীর জলে স্নান করতে নেমে সে নেশাগ্রস্ত অবস্থায় ডুবে গিয়েছে৷ উদ্ধারের কাজ চলছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷