নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক সংসদের নিয়ম মানতে গিয়ে শেষমেশ পরীক্ষার্থীদের রোষের মুখে পড়ে হাসপাতালে চামাগ্রাম হাইস্কুলের ছয় শিক্ষক। এই ঘটনা দুর্ভাগ্যজনক উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির পথে যাবেন বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
তিনি দাবি করেন, আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব। যাতে এই জাতীয় ঘটনা আর কোথাও না হয়। যদিও পরিস্থিতি স্বাভাবিক করে ওই স্কুলে দ্বিতীয় দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয় বুধবার। রাজ্যে মোট ২০৮৯ কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। সোমবার বাংলা পরীক্ষায় কোনও বেনিয়মের ছবি দেখা যায়নি। এক দিকে কড়া নিরাপত্তা ও অন্যদিকে স্কুলগুলিতে শিক্ষকদের নজরদারির মধ্যেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রথমদিনের পরীক্ষা।
এদিনের ঘটনায় ক্ষুব্ধ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্যের ২০৮৮ টি কেন্দ্রে যে ধরনের বেনিয়ম বা হামলা হয়নি, তার নজির মালদার এই স্কুলে থাকায় অনিয়মের সঙ্গে আপোষ না করার বার্তা দিয়েছেন সংসদ সভাপতি। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরকম ঘটনা কোনওভাবেই কাম্য নয়। এই ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর। আমরা অনিয়মের সঙ্গে আপোষ করিনি। আমরা মুঠোফোন বা চিট করার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে থাকি।
যাতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কোনও স্কুলে পরীক্ষার্থীরা না দেখাতে পারে তা নিয়ে সংসদ সভাপতি স্পষ্ট জানান, তল্লাশি সব জায়গাতেই হচ্ছে। ২০৮৯ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এই ঘটনা বাংলা পরীক্ষাতে কোথাও হয়নি। ইংরাজিতেও ২০৮৮ পরীক্ষাকেন্দ্রে কোথাও হয়নি, কোনও সমস্যা হয়নি। শুধুমাত্র একটি পরীক্ষাকেন্দ্রে হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা কাঙ্খিত নয়।