নিউজ ডেস্ক: ফিরেছে শীতের আমেজ। ভোর থেকেই ঠান্ডা হাওয়া বইছে। আগামী ২৪ ঘণ্টায় আরও কমবে তাপমাত্রা। এমনটাই বলছে আবহাওয়া দফতর। তবে দোল যাত্রার পর থেকেই মিলবে রীতিমতো উষ্ণতার পরশ। বাড়বে গরম।
আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। আগামিকাল, শুক্রবার উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড় সড় পরিবর্তন নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
অন্যদিকে কলকাতায় রাতে এবং ভোরে অত্যন্ত মনোরম আবহাওয়া। দিনের মূল সময় কিছুটা উষ্ণতা। বিকেলের পর ফের নাতিশীতোষ্ণ হাওয়া। আদর্শ বসন্তের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে। উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। এ সপ্তাহেই ৩৪ ডিগ্রি সেলসিয়াসে উঠবে কলকাতার দিনের তাপমাত্রা। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৮ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।