নিউজ ডেস্ক: রাজস্থানের কোটায় আত্মঘাতী হল এক ডাক্তারি পড়ুয়া। ২৮ বছর বয়সী ওই ডাক্তারি পড়ুয়া হোস্টেলের মধ্যেই আত্মঘাতী হয়েছে। উদ্ধার হয়েছে এক সুইসাইড নোটও, সেই সুইসাইড নোটে সে ক্ষমা চেয়ে লিখেছে, “বাবা-মায়ের স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না।” আত্মঘাতী এমবিবিএস পড়ুয়ার নাম – সুনীল বাইরওয়া।
বৃহস্পতিবার সকালে মহাবীর নগরীর এএসআই মোহন লাল বলেছেন, কোটাতে এমবিবিএস-এর অন্তিম বর্ষের এক ছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ। ওই চিকিৎসক পড়ুয়া গত তিন বছর ধরে কোটায় থাকত। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, সেই সুইসাইড নোটে সে ক্ষমা চেয়ে লিখেছে, “বাবা-মায়ের স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না।” পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।