নিউজ ডেস্ক: পুরাতন মালদায় অর্থমুভারে ধাক্কা মারল একটি লরি, ঘাতক লরিটি দ্রুত গতিতে যেতে গিয়ে কিছুটা দূরে ফের দুর্ঘটনা ঘটায়, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন দু’জন। বৃহস্পতিবার ১২ নম্বর জাতীয় সড়কে পুরাতন মালদার নারায়ণপুরে একটি বারো চাকার পাথর বোঝাই লরি ধাক্কা মারে আর্থমুভারকে। যার ফলে আর্থমুভারটি নয়ানজুলিতে পড়ে যায়।
এই ঘটনায় দু’জন আহত হয়। ঘাতক লরিটি দ্রুত গতিতে যেতে গিয়ে কিছুটা দূরে ফের দুর্ঘটনা ঘটায়। একটি গাড়ির শোরুমের সামনে ধাক্কা মারে সেটি। যার ফলে ওই শোরুমের কর্তব্যরত এক রক্ষীর মৃত্যু হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।