নিউজ ডেস্ক: দেড় মাসের শিশুকন্যার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি জেলার লাটাগুড়ির ক্রান্তি মোড়ে। শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ, বুধবার ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তাঁর সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয়। সেই সময় শিশুটি পুরোপুরি সুস্থ ছিল। এরপর রাতে তার জ্বর আসে। জ্বরের ওষুধ খাওয়ান কবিতা দেবী। কিছুক্ষণ পর শিশুটি জোরে হাঁচি দেয়। সেই সময় তার নাক মুখ দিয়ে কফ ও রক্ত বেরিয়ে আসে। এই ঘটনার পরেই শিশুটি ঝিমিয়ে পড়ে।
তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে কবিতা দেবী শিশুটিকে জলপাইগুড়ি মেডিক্যালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে আসেন। কিন্তু সেখানে গিয়ে দুঃসংবাদ পান তিনি। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়াতেই কোনও গন্ডগোল হয়েছে। ঘটনার প্রতিবাদে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকায় অবরোধ করা হয়।