নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় রেল লাইনে ইন্ট্রুশন ডিভাইস সিস্টেমের (আইডিএস) মহড়া দেওয়ার সময় কুনকি হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রেল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সন্দীপ চৌধুরী (৫৭)। তিনি একজন আইডিএসের টেকনিক্যাল বিশেষজ্ঞ। বৃহস্পতিবার ঘটেছে ঘটনাটি।
তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। মহড়ার সময় আলিপুরদুয়ার জংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসছিল। কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে কুনকি হাতি জ্যোৎস্না। তারপরেই সন্দীপবাবুকে পা দিয়ে পিষে দেয় হাতিটি।