নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে নিয়োজিত বিএসএফ কর্মী ছুটিতে বাড়ি এসে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। বুধবার রাতে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগপতের সাংকলপুঠি গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সী সুনীল বিএসএফে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ছুটিতে বাড়িতে ছিলেন। বুধবার রাতে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান এবং ফেরার পথে রাত সাড়ে টটীরি হাইওয়ের কাছে একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। ফলে বাইকটি সিমেন্টের খুঁটিতে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়, এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।