নিউজ ডেস্ক: বিহারে সকাল-বিকেল আবহাওয়ার পরিবর্তনের ফলে হালকা শীত অনুভূত হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া বিভাগ রাজ্যের ৬ টি জেলায় ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। পাটনা আবহাওয়া দফতর আগামী দুই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৮ ও ৯ মার্চ পশ্চিমী নিম্নচাপের প্রবাহ পশ্চিম হিমালয়ের আশপাশে সক্রিয় থাকবে। এর ফলে পরবর্তী ৪৮ ঘণ্টায় কিশনগঞ্জ, পুর্ণিয়া, কাটিহার, ভাগলপুর, বাঁকা ও জামুই জেলার এক বা দুই স্থানে হালকা বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর জানান, পশ্চিমী হাওয়ার কারণে রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। পাটনাসহ বেশিরভাগ এলাকায় মেঘাছন্ন অবস্থা থাকতে পারে এবং ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরও কমতে পারে।