নিউজ ডেস্ক: বর্তমান শাসকদলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাকালে পশ্চিমবঙ্গের জনসংখ্যার পরিবর্তন ঘটেছে বলে দাবি করেছেন শমীক। তিনি আরও জানিয়েছেন, রাজ্যে ৩৪ শতাংশ সংখ্যালঘু আইনের কথা বলছেন। যখন তাদের সংখ্যা ৪০ শতাংশে পৌঁছাবে তখন শরিয়া আইন নিয়ে কথা বলবে।
শমীক প্রশ্ন তুলেছেন, সংখ্যালঘুরা আর কতদিন এই রাজ্যে সংখ্যালঘু হয়ে থাকবেন? বর্তমান মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন বলে অভিযোগ শমীকের। বলেন, তারা একমাত্র ভরসা হচ্ছে পশ্চিমবঙ্গের ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। তাই যাবতীয় তোষণ চলছে। রাজ্যের ঘটে চলা ওবিসি প্রসঙ্গ টেনে বলেন, হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের ওবিসি প্রসঙ্গে বিরোধী নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের শুনানির আগে জাত সমীক্ষার নামে মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলেন, হিন্দু সমাজকে প্রতারণা করে তার দুধেল গাইদের সংরক্ষণ করছেন মুখ্যমন্ত্রী।
ওবিসি সংরক্ষণের কোটা নিয়ে বিরোধী নেতা বলেন, ৬২ থেকে ৬৬ টি হিন্দু কমিউনিটি এবং ১১৩ টি মুসলিম কমিউনিটিকে ঢুকিয়ে দিয়ে ষড়যন্ত্র করছেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, বর্তমানে সারা রাজ্য জুড়ে যে রাজনৈতিক অচল অবস্থা চলছে তাতে সম্পূর্ন ভাবে দায়ী মুখ্যমন্ত্রী। রাজ্যের সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ফায়দা তুলে নিতে চাইছে শাসকদল।