নিউজ ডেস্ক: জলপাইগুড়ি জেলার ধূপঝোরায় নজরে এল গণ্ডারের বাসস্থান। শুমারি চালাতে গিয়ে দেখা গিয়েছে, ধূপঝোরা এলাকায় বেশ কিছু স্ত্রী গণ্ডার ও তাদের শাবক রয়েছে। ওই এলাকাটিকে তারা নিজস্ব বিচরণক্ষেত্র করে নিয়েছে। এতে দারুণ খুশি বন দফতর। কারণ, ধূপঝোরায় হাতির পিঠে চড়ে জঙ্গলে সাফারির সময় পর্যটকরা ওই গণ্ডারের পরিবারকে চাক্ষুস করতে পারবেন।
এতে পর্যটকদের মধ্যে ধূপঝোরা থেকে সাফারির জন্য বাড়তি আকর্ষণ তৈরি হবে বলে মনে করছেন গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন। তিনি বলেন, নির্বিঘ্নে শেষ হয়েছে গণ্ডার শুমারি। গোরুমারা ডিভিশনের বাইরে রামশাই, মেদলা-সহ জলপাইগুড়ি ডিভিশনের অধীন অনেক জায়গাতেই গণ্ডার দেখা গিয়েছে।