নিউজ ডেস্ক: শিশু ও এক মহিলাকে সাফল্যের সঙ্গে মহারাষ্ট্র থেকে উদ্ধার করেছে দার্জিলিং সদর পুলিশ। সেইসঙ্গে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর আদালতে হাজির করা হবে। পুলিশ জানায়, তিন বছরের শিশু ও মহিলা নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। গত ১১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অভিযোগ পেয়ে কাজে নামে পুলিশ। এরপর গোয়েন্দা সাহায্য ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সাব ইন্সপেক্টর তীর্থ প্রতীম রায় পুরোদমে নামেন অভিযানে।
চলতি মাসের প্রথম দিন এই ঘটনায় মূল অভিযুক্ত আয়াজ খান (৪১)-কে মহারাষ্ট্রের নালা সোপারা থেকে হাতেনাতে ধরা হয় এবং জেরায় সবটাই স্বীকার করেছে অভিযুক্ত। এরপর ট্রানজিট রিমান্ডে তাকে দার্জিলিংয়ে নিয়ে আসা হয়। সাফল্যের সঙ্গেই পরিবারের কাছে নিখোঁজদের ফিরিয়ে দেওয়ার জন্য খুশি পরিজনরা।